নিজের কার্ড ছাড়াই তথ্যপ্রযুক্তিসহ ১১ সেবার বিল পরিশোধে ‘রেমিট্যান্স কার্ডের’ অনুমতি

১ জুন, ২০২১ ০৯:৫৪  
তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়সহ ১১ খাতের বিভিন্ন সেবা মূল্য পরিশোধে আন্তর্জাতিক কার্ড নেই এমন ব্যক্তি/প্রতিষ্ঠানের জন্য কার্ডভিত্তিক ‘পেমেন্ট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী ব্যাংকের শাখাকে (এডি শাখা) ‘আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড’ খোলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে দেয়া এ সংক্রান্ত এক সার্কুলারে ‘অলটারনেটিভ পেমেন্ট চ্যানেল’ হিসেবে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করে যাদের আন্তর্জাতিক কার্ড নেই এমন ব্যক্তিদের কার্ডভিত্তিক ‘পেমেন্ট’ করতে পারবে এডি শাখাগুলো। ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট নেয় না, শুধু এমন প্রতিষ্ঠানের সঙ্গে এই কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। ফলে এখন গ্রাহকরা ব্যাংকে গিয়ে ব্যাংকের কাছে টাকা জমা দিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা বিদেশে পাঠাতে পারবেন। প্রসঙ্গত, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে একবারে ৩০০ ডলারের বেশি পাঠানো যায় না।